Type Here to Get Search Results !

পড়াশোনার পাশাপাশি কি কি পার্ট-টাইম কাজ করা যায়?


 

➡️ পড়াশোনার পাশাপাশি কি কি পার্ট-টাইম কাজ করা যায়?


পড়াশোনার পাশাপাশি পার্ট-টাইম জব বা কাজ হিসেবে টিউশনি করানো, যেকোনো স্কুল বা কোচিং এ পড়ানো, নিজের দক্ষতা অনুযায়ী ইউটিউব চ্যানেল তৈরি, ফেইসবুক পেইজ বিজনেস, ফ্রিল্যান্সিং ইত্যাদি।


কিন্তু অনেকেরই টিউশনি মেনেজ করা হয়ে উঠে না, স্কুল বা কোচিং এ পড়ানোর মতো এতো সময় থাকে না, ইউটিউব ভিডিও বানানো বা এসব নিয়ে কাজ করার ইচ্ছে বা দক্ষতা থাকে না, ফেইসবুক পেইজ বিজনেস এ ইনভেস্ট করার টাকা থাকে না, আর ফ্রিল্যান্সিং করার জন্য সঠিক গাইড লাইন পায় না।


আর তাই বর্তমান সময়ের এই ক্রাইসিস মোমেন্টে পার্ট-টাইম কাজ হিসেবে সবচেয়ে জনপ্রিয় সেক্টর হচ্ছে ফ্রিল্যান্সিং।

 আর এই সেক্টর এ এন্ড্রয়েড ফোন📱ব্যবহার করে কিভাবে ইনকাম করা সম্ভব এবং এন্ড্রয়েড ফোন ব্যবহার করে কি কি বিষয় নিয়ে কাজ করা সম্ভব এবং কেন ফ্রিল্যান্সিংকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পার্ট-টাইম কাজের উপর ভিত্তি করে জনপ্রিয় সেক্টর হিসেবে সিলেক্ট করেছি সেই বিষয় নিয়ে আলোচনা করবো!!


➡️ কেন পার্ট-টাইম কাজের উপর ভিত্তি করে জনপ্রিয় সেক্টর ফ্রিল্যান্সিং❓


পার্ট-টাইম জব বা কাজ হিসেবে সবচেয়ে জনপ্রিয় সেক্টর হচ্ছে ফ্রিল্যান্সিং সেটা প্রমাণ করার জন্য সবচেয়ে মূখ্য মানে পারফেক্ট সময় হচ্ছে এখন এই করোনার কারণে যে ক্রাইসিস মোমেন্ট চলছে এই সময়টাই হচ্ছে পারফেক্ট ।

কারণ এই মহামারি সময়ে সরকারি চাকরিজীবিরা ছাড়া বাকি সকল শ্রমজীবী মানুষের মহামারি অবস্থা আমরা নিজেদের চোখেই দেখতে পাচ্ছি। 


কিন্তু আমরা যারা ফ্রিল্যান্সিং করছি আল্লাহর রহমতে আমরা ঘরে বসে আয় করতে পারছি। আমাদের মহামারি সময়ে নিজেদের ঘরে বাইরে যাওয়ার ঝুঁকি নিয়ে কাজ করতে হয় না। আর অনলাইনে পরিচালিত কাজ কখনো লকডাউনে বন্ধ থাকারও কোনো রিস্ক নেই।

এছাড়া ফ্রিল্যান্সিং শেখার জন্য শুধু আামাদের কোর্স ফি দিয়ে শেখার পর কাজ পাওয়ার জন্য কোনো ইনভেস্ট করতে হয় না।  নিজেদের দক্ষতার উপরই কাজ পাওয়া যায়।


এখন অনেকেই বলে যে ফ্রিল্যান্সিং করতে হলে তো দামি পিসি, ডেস্কটপ এর প্রয়োজন হয় তাই সময় এবং ইচ্ছে থাকলেও কাজ শিখতে পারি না। তাদের জন্য পরবর্তী ধাপে প্রশ্নের উত্তর দিচ্ছি।


➡️ এন্ড্রয়েড ফোন দিয়ে কি ফ্রিল্যান্সিং করা সম্ভব এবং কি কনফিগারেশনের ফোন প্রয়োজন❓


জি, এন্ড্রয়েড ফোন দিয়ে ফ্রিল্যান্সিং শেখা সম্ভব এবং ফ্রিল্যান্সিং এর কাজ করে আয় করাও সম্ভব।

ফ্রিল্যান্সিং এর মধ্যে অনেক অনেক সেক্টর বিদ্যমান। আর তাই আপনি যেকোনো বিষয়ে দক্ষ হয়ে আয় করতে পারবেন।

ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অন্তর্ভুক্ত কিছু বিষয় রয়েছে যেগুলোর কাজ আপনি এন্ড্রয়েড ফোন দিয়ে করতে পারবেন।  

কেন পারবেন না বলুন তো? এখন প্রতিটি মোবাইল ফোন কোম্পানিগুলো তাদের এন্ড্রয়েড ফোনগুলোকে দিন দিন এমনভাবে তৈরি করছে যে আমরা এক একটি এন্ড্রয়েড ফোনকে একটি মিনি কম্পিউটার বলতে পারি।


আর আপনার ফোনে ক্যানভা এপ্সটি সাপোর্ট করলেই হবে ইনশাআল্লাহ আপনি এন্ড্রয়েড ফোন দিয়ে কাজ করতে পারবেন অর্থাৎ মিনিমাম Verison 10  আপডেট করা এন্ড্রয়েড ফোন হলেই হবে।


➡️ এন্ড্রয়েড ফোন  দিয়ে ফ্রিল্যান্সিং এর কি কি সেক্টরে কাজ করা সম্ভব? 

 আমার রিসার্চ করার মধ্যে এগুলো আমি খুঁজে পেয়েছি।  হয়তোবা আরো নতুন সেক্টর রয়েছে।



Top Post Ad

Below Post Ad